স্টাফ রিপোর্টার | শনিবার, ২১ আগস্ট ২০২১ | প্রিন্ট
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ৭৩৬টি নমুনা পরীক্ষায় ২০১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ শনাক্তের গড় হার ২৯.৬৬ শতাংশ। এ নিয়ে আজ পর্যন্ত নরসিংদী জেলার মোট ৪৭ হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ১১০ জনের দেহে। আজ শুক্রবার ২০শে আগস্ট সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২০১ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৮২ জন, রায়পুরা উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ১২ জন, মনোহরদী উপজেলায় ৮২ জন ও শিবপুর উপজেলায় ১৮ জন ও পলাশ উপজেলায় ০ জন। এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৫ হাজার ৪২০ জন, রায়পুরা উপজেলায় ৫৫১ জন, বেলাব উপজেলায় ৬৫১ জন, মনোহরদী উপজেলায় ৭৮৩ জন, শিবপুর উপজেলায় ১ হাজার ২১৮ জন ও পলাশ উপজেলায় ১ হাজার ৪৮৭ জন। নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত হয়েছেন আরও ১০৬ জন। এদের মধ্যে সদর উপজেলার ৩৩ জন, রায়পুরা উপজেলার ৮ জন, বেলাব উপজেলার ১৮ জন, মনোহরদী উপজেলার ৩ জন, শিবপুর উপজেলার ৩১ জন ও পলাশ উপজেলার ১৩ জন। এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৭ হাজার ৯৪৪ জন। বর্তমানে নরসিংদীর কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ৫৮ জন এবং সন্দেহজনক রোগী ৩৯ জনসহ মোট ৯৭ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে আজ পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জন রোগী ভর্তি করা হয়। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন ও রেফার্ডকৃত ১ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৬ জনকে ছাড়পত্র প্রদান করা হয়। আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীর জেলার ছয় উপজেলায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৭ জন, রায়পুরা উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ১১ জন, শিবপুর উপজেলায় ৭ জন ও পলাশ উপজেলায় ১২ জন।
Posted ৪:০৪ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।