
স্টাফ রিপোর্টার নরসিংদীতে | রবিবার, ২২ আগস্ট ২০২১ | প্রিন্ট
নরসিংদীতে করোনায় নতুন আক্রান্ত ১৪৭ জন, মোট আক্রান্ত ১০ হাজার ৩০০ জন
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ৬৯৫টি নমুনা পরীক্ষায় ১৪৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ শনাক্তের গড় হার ২১ শতাংশ। এ নিয়ে আজ পর্যন্ত নরসিংদী জেলার মোট ৪৮ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৩০০ জনের দেহে। আজ রবিবার ২২শে আগস্ট সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৪৭ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৮৮ জন, রায়পুরা উপজেলায় ৩ জন, বেলাব উপজেলায় ৩ জন, মনোহরদী উপজেলায় ১ জন ও শিবপুর উপজেলায় ৪২ জন ও পলাশ উপজেলায় ১০ জন। এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৫ হাজার ৫০৪ জন, রায়পুরা উপজেলায় ৫৬২ জন, বেলাব উপজেলায় ৬৬০ জন, মনোহরদী উপজেলায় ৭৮৪ জন, শিবপুর উপজেলায় ১ হাজার ২৬০ জন ও পলাশ উপজেলায় ১ হাজার ৫২৬ জন। নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত হয়েছেন আরও ৪৭ জন। এদের সবাই সদর উপজেলার। এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৮ হাজার ৩৭৮ জন। বর্তমানে নরসিংদীর কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ৪৯ জন এবং সন্দেহজনক রোগী ৩৭ জনসহ মোট ৮৬ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে আজ পর্যন্ত মোট ১ হাজার ২৯৯ জন রোগী ভর্তি করা হয়। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫ জন ও রেফার্ডকৃত ৫ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১২ জনকে ছাড়পত্র প্রদান করা হয়। আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীর জেলার ছয় উপজেলায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৭ জন, রায়পুরা উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ১১ জন, শিবপুর উপজেলায় ৭ জন ও পলাশ উপজেলায় ১২ জন।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।