| বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
এম. ওবায়েদুল কবীর, স্টাফ রিপোর্টার:
গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪ টায় স্কলার পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)- ট্রেন্স-৩ এর আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিডব্লিওসিসিআই) এর তত্ত্বাবধানে স্কলার পলিটেকনিক ইন্সিটিটিউট (এসপিআই) -এ আগ্রহী নারীদের উদ্যোক্তা তৈরী ও উন্নয়নের লক্ষ্যে ৩ মাস মেয়াদী (৬০ কর্ম দিবস) সম্পূর্ণ বিনামূল্যে বিউটিফিকেশন এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট এবং ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলমমেন্ট এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কোস উত্তীর্ণ নারী প্রার্থীদের উপস্থিতিতে এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিডব্লিওসিসিআই) এর উর্ধ্বতন কর্মকর্তা মেহনাজ শারমিন, স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিডব্লিওসিসিআই) এর কো-অর্ডিনেটর ফারহানা আখতার, স্কলার পলিটেকনিক ইন্সিটিটিউট এর চেয়ারম্যান মাহবুবা রহমান, ডাচ বাংলা ব্যাংক ভেলানগর শাখার সহকারী ম্যানেজার সুধাও চন্দ্র দাস, সোসাল মোবালাইজার সার আফরিন মিশু, সোসাল মোবালাইজার রিনু কর্মকার, লেডিজোন মেইকওভার এন্ড বিউটি সেলুন এর ব্যবস্থাপনা পরিচালক জেবুন্নেসা জেবু, ডাচ বাংলা ব্যাংক ভেলানগর শাখা ও প্রিমিয়ার ব্যাংক, নরসিংদী শাখার কর্মকর্তাবৃন্দ। মেহনাজ শারমিন তার বক্তব্যে কিভাবে নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা যাবে সে বিষয়ে নানাবিধ পরামর্শ প্রদান করেন। ব্যাংক কর্মকর্তাবৃন্দ কিভাবে সহজ কিস্তিতে ঋণ উত্তোলন কার যায় এবং ব্যাংক এর সাথে নিয়মিত ব্যবসাংিক লেন-দেন করে সহজে পরবর্তী ঋণ উঠানো যায় সে বিষয়ে নানা পরামর্শ দেন। লেডিজোন মেইকওভার এন্ড বিউটি সেলুন এর ব্যবস্থাপনা পরিচালক জেবুন্নেসা জেবু তার দীর্ঘ দিনের অভিজ্ঞতার কথা উত্তীর্ণ নারী প্রার্থীদের সাথে শেয়ার করে ব্যবসায় উৎসাহ প্রদান করেন।
Posted ১১:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।