রবিবার ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে আজ ৫২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত

স্টাফ রিপোর্টার   |   বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট

নরসিংদীতে আজ ৫২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত


নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ৩৫৮ টি নমুনা পরীক্ষায় ৫২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ শনাক্তের গড় হার ১৪ শতাংশ। এ নিয়ে আজ পর্যন্ত নরসিংদী জেলার মোট ৫০ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৮০১ জনের দেহে। আজ বুধবার ১লা সেপ্টেম্বর সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৫২ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ২৫ জন, রায়পুরা উপজেলায় ০ জন, বেলাব উপজেলায় ৬ জন, মনোহরদী উপজেলায় ৮ জন, শিবপুর উপজেলায় ৫ জন ও পলাশ উপজেলায় ৮ জন। এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৫ হাজার ৭৫৭ জন, রায়পুরা উপজেলায় ৫৮৯ জন, বেলাব উপজেলায় ৬৮৮ জন, মনোহরদী উপজেলায় ৮৪১ জন, শিবপুর উপজেলায় ১ হাজার ৩২৮ জন ও পলাশ উপজেলায় ১ হাজার ৫৯৮ জন। নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত হয়েছেন আরও ১৩২ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, রায়পুরা উপজেলায় ৪ জন, বেলাব উপজেলায় ১ জন, মনোহরদী উপজেলায় ৫ জন, শিবপুর উপজেলায় ৬৫ জন ও পলাশ উপজেলায় ১৯ জন। এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৯ হাজার ৪৬২ জন। বর্তমানে নরসিংদীর কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ৪৪ জন এবং সন্দেহজনক রোগী ২৯ জনসহ মোট ৭৩ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে আজ পর্যন্ত মোট ১ হাজার ৩৬৭ জন রোগী ভর্তি করা হয়। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন ও রেফার্ডকৃত ০ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৭ জনকে ছাড়পত্র প্রদান করা হয়। আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নরসিংদী জেলার ছয় উপজেলায় ৮৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৯ জন, রায়পুরা উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ১১ জন, শিবপুর উপজেলায় ৭ জন ও পলাশ উপজেলায় ১২ জন।
Facebook Comments Box

Posted ৬:০০ অপরাহ্ণ | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins