• শিরোনাম

    নরসিংদীতে আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা প্রতিরোধে বিট পুলিশের সচেতনতামূলক প্রচারণা

    অনলাইন ডেস্ক | শুক্রবার, ১৬ জুলাই ২০২১ | পড়া হয়েছে 129 বার

    নরসিংদীতে আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা প্রতিরোধে বিট পুলিশের সচেতনতামূলক প্রচারণা

    apps

    শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:

    নরসিংদীতে মডেল বিট পুলিশের কার্যক্রম উদ্বোধন, আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ জুলাই) সকালে শহরের নাগরিয়াকান্দি ইউএমসি জুটমিল এলাকায় ৩ নং বিট পুলিশের উদ্যোগে এই প্রচারণা চালানো হয়। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এই প্রচার কাজের উদ্বোধন করেন।

    এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পৌর এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংশ্লিষ্ট মডেল বিট পুলিশের ফোন নম্বর সম্বলিত স্টিকার সাটানো হয়। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয়দের বিট পুলিশের সহায়তা নেয়ার আহবান জানানো হয়। একই সঙ্গে করোনা মহামারির বিস্তার রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ভ্যাকসিন নেয়ার আহবান এবং ভ্যাকসিন সংক্রান্ত অপপ্রচার থেকে সচেতন থাকার অনুরোধ করা হয়।

    প্রচারণামূলক ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর, নরসিংদীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ পৌর কাউন্সিলরবৃন্দ।

    বাংলাদেশ সময়: ৩:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ