
| রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি: মহামারী (কোভিড-১৯) মোকাবেলায় আত্মকর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে ভ্যান গাড়ি, ছাগল বিতরণ ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা উপলক্ষে গত ২৬ নভেম্বর নরসিংদী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা (এএসকেএস)মোহাম্মদ মতিউর রহমান ( জাকির ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা (এএসকেএস)’র নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান ভুঞা।
অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা (এএসকেএস) র বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা (এএসকেএস) র সমন্বয়কারী ছিদ্দিকুর রহমান নাজিম, বিডিএস এর নির্বাহী পরিচালক শাহাজাহান মিঞা সাংবাদিক মনজিল এ মিল্লাত প্রমুখ।
আলোচনা সভার পর প্রধান অতিথি দরিদ্রদের মাঝে ভ্যান গাড়ি, চা ব্যবসার সামগ্রী, হোটেল ব্যাবসার সামগ্রী, ক্ষুদ্র ব্যাবসার ঋণ বিতরণ করেন। উপকারভোগী গণ হলেন হনুফা বেগম, রোজিনা বেগম, সোহেল মিয়া, ছাত্তার মিয়া, কাশেম মিয়া, মো. ফরিদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ঊষার নির্বাহী পরিচালক জসিম উদ্দীন জাহাঙ্গীর।
Posted ৮:৩১ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।