
এম. ওবায়েদুল কবীর | রবিবার, ০৭ জুলাই ২০২৪ | প্রিন্ট
শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাংলাদেশ স্বাস্থ্য খাত অনেক এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমে স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন হয়েছে। দেশে কিডনি, হৃদরোগ থেকে শুরু করে সকল চিকিৎসা এখন বাংলাদেশে হচ্ছে। নরসিংদীতে অচিরেই মেডিকেল কলেজ করা হবে। এতে করে জেলার স্বাস্থ্য খাত আরো উন্নত হবে।
গত রবিবার (০৭ জুলাই) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনি, লিভার, প্যারালাইসিস, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ফারহানা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুশফিকুর রহিম, মোবাশ্বের আলম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১৮১ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেন।
Posted ৮:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।