আজ জামালপুর পৌরসভা সহ মেলান্দহ,মাদারগঞ্জ, ইসলামপুর পৌরসভার নব নির্বাচিত মেয়রদের শপথ গ্রহনের দিন।
আজ সকালেই নব নির্বাচিত মেয়র সহ সকল নেতৃবৃন্দ অত্যন্ত উল্লাসের সহিত ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন, ইতোমধ্যে পৌঁছেও গেছেন।
এ’পর্যায়ে জামালপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু’র শপথ গ্রহণ সম্পন্ন হয়েছ।
উল্লেখ্য যে, জামালপুর পৌরবাসীই শুধু নয় জামালপুর জেলার আনাচে কানাচে নেতাকর্মী থেকে শুরু করে সকল আমলা-চাষী, তৃণমূল পর্যায়ের মানুষেরাও স্বস্থির নিঃশ্বাস ফেলছে এবং খুবই আনন্দিত,আপ্লুত বলে জানা যায়।
ছানোয়ার হোসেন ছানু’র শপথ গ্রহণ অনুষ্ঠানে আনন্দের ভাগিদার হতে আ’লীগের নেতাবৃন্দ তো আছেনই। এছাড়াও সাথে আছেন জেলা মহিলা আ’লীগ,পৌর মহিলা আ’লীগ ও জেলা যুব মহিলা লীগের সংগ্রামী সভাপতি ও অক্লান্ত পরিশ্রমী সাধারণ সম্পাদক।
জামালপুর পৌরবাসী মেয়রকে পূর্বের ন্যায় সার্বহ্মণিক দুঃখী,হত দরিদ্র ও অসহায়দের পাশে পাওয়ার আবেদন রেখেছেন।
সেই সাথে উনার দীর্ঘায়ু কামনা করেছেন।
জামালপুর পৌরসভা জুড়ে চলছে মেয়রের জন্য অফুরন্ত ভালোবাসা ও খুশির আমেজ।