• শিরোনাম

    নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্ততি কমিটি গঠনতন্ত্রের পরিপন্থী: নিয়াজ মোহাম্মদ খান- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন

    মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোমবার, ২১ মার্চ ২০২২ | পড়া হয়েছে 52 বার

    নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্ততি কমিটি গঠনতন্ত্রের পরিপন্থী: নিয়াজ মোহাম্মদ খান- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন

    নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্ততি কমিটি গঠনতন্ত্রের পরিপন্থী: নিয়াজ মোহাম্মদ খান- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন

    apps

    প্রস্ততি কমিটিকে প্রত্যাখ্যান করলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিয়াজ মোহাম্মদ খান। রবিবার সন্ধ্যা ৭ টায় ঢাকার পল্টনে একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রসঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির তিনি একথা বলেন। তিনি আরো বলেন উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় কোনরূপ আলোচনা ছাড়াই সম্পূর্ণ অন্যায় ও অসাংগঠনিক ভাবে কতিপয় ব্যক্তিবর্গের যোগসাজশে মনগড়া ভাবে একটি সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করেছেন। যা আওয়ামীলীগের গঠনতন্ত্রের পরিপন্থী। আমরা এ মনগড়া সম্মেলন প্রস্ততি কমিটিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করি। তিনি আরও বলেন আমার ৫০ বছরের রাজনৈতিক জিবনে দলের প্রশ্নে কখনও কোনও আপোষ করিনি, বাকি জিবনে করবোনা। কিন্তু দুঃখের বিষয় নবীনগরে আজ স্বার্থাম্বেষী ও অনুপ্রবেশকারীরা আমাদের মাথার উপর চেপে বসেছে। এ ধারা আর চলতে দেয়া যাবেনা। নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আজহার হোসেন জামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মিজানুর রহমান, এডভোকেট জুলকার নাঈম, এডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো: সফিকুল ইসলাম, যুবলীগ নেতা মারুফুর রহমান, পৌর আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের দলীয় বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতা-কর্মী ও সমর্থকরা এসময় উপস্থিত ছিলেন। এসময় কাজী মোর্শেদ কামাল বলেন, নবীনগর উপজেলা আওয়ামীলীগকে সুসংহত করতে যে কোনও অপশক্তিতে মোকাবেলা করতে আমরা বদ্ধ পরিকর। এ ক্ষেত্রে আমাদের সুদৃঢ় ঐক্য চাই। ব্যারিস্টার জাকির আহাম্মদ তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ হলো কর্মী নির্ভর দল, নেতা নির্ভর নয়।তৃনমূল নেতা- কর্মীরাই আওয়ামীলীগের মূল চালিকা শক্তি। তৃনমূলের ত্যাগী ও বঞ্চিত নেতা-কর্মীদের মূল্যায়ন এখন সময়ের দাবী। আগামী উপজেলা সম্মেলনে তৃনমূলের সরাসরি ভোটে কমিটি গঠন করতে হবে। এছাড়াও উপস্থিত সকল বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

    বাংলাদেশ সময়: ৫:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২১ মার্চ ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ