মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | রবিবার, ২৭ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 84 বার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ নভেম্বর) সকালে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দলীয়ে পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফয়জুর রহমান বাদল সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, ত্রাণ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম এমপি, নবীনগরের স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম প্রমুখ।
সম্মেলনে আগামী ৩ বছরের জন্য ফয়জুর রহমান বাদল সভাপতি, জহির উদ্দিন চৌধুরী শাহান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
বাংলাদেশ সময়: ৫:১০ অপরাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel