
মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১ | পড়া হয়েছে 75 বার
নবীনগরে ৫১০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনার কারনে কর্মহীন দরিদ্র,দুস্থ,ভাসমান ও অস্বচ্ছল ৫১০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের ২০০ ও হাজির হাটি গ্রামের ৩১০ জন দরিদ্র, দুস্থ, ভাসমান ও অস্বছল মানুষের মাঝে বুধবার বিকেলে এই সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকতা একরামুল ছিদ্দিক। সহায়তার খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি চিনি, পেয়াজ, তেল, সেমাই, নুডুলস, আলু এবং সাবান। এছাড়াও ১৪ টি পরিবারের ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও চেকের মাধ্যমে অর্থ প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোশাররফ হোসাইনসহ স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক ও সুশিল সমাজের ব্যাক্তিরা উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ৫:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel