মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দৈনিক সমকাল প্রতিনিধি ও নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটনকে প্রাণ নাশের হুমকি দিয়েছে পৌর এলাকার আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লার এর মালিক বিলকিস বেগম ও তার বাহিনী। রবিবার (১৪.১১) রাতে আদালত মার্কেটের সামনের রাস্তায় প্রকাশ্যে গালমন্দ করে প্রাণের নাশের হুমকি দেয়। এই ঘটনায় জীবনের নিরপত্তা চেয়ে রাতেই থানায় একটি সাধারণ ডায়রী করেন ওই সাংবাদিক । স্থানীয়রা জানায়, সম্প্রতি ‘নবীনগরে পার্লার ব্যবসার নামে চলছে দিনে দুপুরে ডাকাতি,নীতিমালা না থাকায় তিনগুন বেশী টাকা গুনতে হচ্ছে কাষ্টমারদের-লঙ্ঘিত হচ্ছে ভোক্তা অধিকার’ শিরোনামে রির্পোট করেন ওই সাংবাদিক। রির্পোট করার পর থেকেই পার্লারের মালিক ক্ষুদ্ধ হয়ে উঠেন সাংবাদিক মাহবুব আলমের উপর । পৌরসদরের ভিতরেই রয়েছে প্রায় ১৫টি পার্লার। বিভিন্ন ওয়ার্ডে রয়েছে আরোও অসংখ্য পার্লার। পৌরসভার ট্রেডলাইসেন্স-এর আওতায় এসেছে মাত্র ৮টি পার্লার, এই ৮টি’র মধ্যে অনেকেরই ট্রেড লাইসেন্স নবায়ন নেই। বাকিগুলোর লাইসেন্সও নেই। এতে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পার্লারগুলোতে অভিযান চালানোর দাবী এলাকাবাসীর। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবীনগর প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ। পৌর মেয়র অ্যাডভোকেট শিব শঙ্কর দাস এই বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়ে তিনি পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রতিটি পার্লারের তালিকা তৈরীর নির্দেশনা দিয়েছেন নবীনগর থানার অফিসার্স ইনচার্জ আমিনুর রশিদ জানান, অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
Posted ২:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।