
মোঃ নিজাম উদ্দিন | রবিবার, ১৭ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সিআরভিএস ব্যবস্থার আলোকে নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেজ তৈরি এবং ইউনিক আইডি বিষয়ক শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (১৭ অক্টোবর) সকালে ইউআইটিআরসিই ব্যানবেইস ভবনে দুই দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, উপজেলা ব্যানবেইস সহকারী প্রোগ্রামার কাজী অন্যন্যা রহমান, প্রশিক্ষক ইমতিয়াজ বেগ ইমন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ সহকারী শিক্ষকদের নিয়ে ২দিন করে ৪টি ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
Posted ১২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।