মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শনিবার, ০৫ মার্চ ২০২২ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শামীম পারভেজ নামে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন। গতকাল শুক্রবার রাতে ৯টারদিকে উপজেলা সলিমগঞ্জ বাজারের সুফলা হোমিও ফার্মেসীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন তিনি। দণ্ডপ্রাপ্ত ওই ভুয়া ডাক্তারের নাম শামীম পারভেজ সে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন মুক্তারামপুর গ্রামের সালাম ডাক্তারের ছেলে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ মোশারফ হোসাইন জানান- সুফলা হোমিও ফার্মেসী মালিক শামীম পারভেজ হোমিও ডাক্তার পরিচয় দিয়ে ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতারণা করে হোমিও ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নেশা জাতীয় এ্যালকোহল বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে আসছিল। ভুয়া ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতারণা করার দায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০৫ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।