ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে গাছ থেকে ডাব পাড়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ভাগিনার ধারালো অস্ত্রের আঘাতের মামা আলমগীর হোসেন গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উপজেলার বিদ্যাকুট উত্তর পাড়ায় আবুল হোসেনের অসুস্থ স্ত্রীর জন্য সোমবার বিকেলে নিজ বাড়ির আঙ্গিনার ডাব গাছ থেকে ডাব পাড়া হয়। এই ডাব পাড়াকে কেন্দ্র করে আবুল হোসেনের দুই ছেলে আলমগীর ও দুলাল মিয়ার মধ্যে কাটাকাটি হয়।
এরই জের ধরে তাদের ভাগিনা উপজেলার গঙ্গানগর গ্রামের সালমান এক মামার পক্ষে মামা আলমগীর হোসেনের সাথে ঝগড়া সৃষ্টি করে। ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আলমগীর হোসেনকে আঘাত করে। গুরুতর আহত আলমগীর হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালের নেওয়া হলে চিকিৎসক ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন,খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রেরক মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি