মোঃ নিজাম উদ্দিন | বুধবার, ১৬ জুন ২০২১ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা, কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, মুজিবুর রহমান মদন (৭৬) সোমবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার বেলা ১১টায় কনিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মদন মাস্টারের দাফন সম্পন্ন হয়েছে। দাফনের আগে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানের নেতৃত্বে তার কফিনে জাতীয় পতাকা দিয়ে নবীনগর থানার পুলিশের একটি চৌকস দল ও কুমিল্লা থেকে আসা সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করেন। পরে বেলা ১২টার দিকে কনিকাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
আদর্শবান শিক্ষক এবং সাদা মনের মানুষ হিসেবে পরিচিত বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মদন স্যারের মুত্যুতে গভীর শোক জানিয়েছেন,স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, সাবেক এমপি ফয়জুর রহমান বাদল, সাবেক এমপি শাহ জিকরুল আহমেদ খোকন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,নবীনগর পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, নবীনগর মুক্তিযোদ্ধা সংসদ, নবীনগর প্রেসক্লাব, নবীনগর মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে তিনি হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। মুত্যুকালে এক স্ত্রী,দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Posted ১২:০৮ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।