মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | রবিবার, ২০ মার্চ ২০২২ | পড়া হয়েছে 80 বার
নবীনগরে প্রতিবন্ধী কে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার
নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে এক প্রতিবন্ধী কিশোরী (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে ওই মেয়ের মা বাদী হয়ে নবীনগর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ সাথে সাথেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। মামলার বাদী (ধর্ষিতার মা) জানান, জন্মগতভাবেই তার মেয়ে শারীরিক প্রতিবন্ধী। ওর পা দুর্বল হওয়ায় হাঁটতে কষ্ট হয়, আর কথাও স্পষ্ট নয়। বাবা হারা প্রতিবন্ধী মেয়েকে নিয়ে তিনি কোনরকম দিনানিপাত করছেন। গতকাল শনিবার (১৯ মার্চ) তিনি বাড়ি থেকে প্রয়োজনীয় কাজে বাইরে গেলে প্রতিবেশী মোহাম্মদ ইসমাঈল (লাল শাহ) (৪৮) বিকেলে তার বাড়িতে এসে নিজ ঘরে তার মেয়েকে ধর্ষণ করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান-১৯ মার্চ তারিখ নবীনগর থানাধীন নীলনগর গ্রামে একজন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সিরাজুল ইসলাম, নবীনগর সার্কেল মহোদয়ের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, নবীনগর থানা জনাব আমিনুর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামী জিনোদপুর গ্রামের খুর্শিদ মিয়ার পুত্র ইসমাইল হোসেন প্রঃ লাল শাহ (৪৮),কে গ্রেফতার করা করেন। এই সংক্রান্তে ভিকটিমের মা জিনোদপুর এলাকার নীলনগর গ্রামের মোতালেব মিয়ার স্ত্রী আরোজা বেগম(৬০) বাদী হয়ে নবীনগর থানায় এজাহার দায়ের করেন। নবীনগর থানার মামলা নং-২১, তারিখ-২০/০৩/২০২২ইং, ধারা-৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে
বাংলাদেশ সময়: ৬:১৭ অপরাহ্ণ | রবিবার, ২০ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel