
মোঃ নিজাম উদ্দিন, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় গোলাম মহিউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) সকালে শ্যামগ্রাম ইউনিয়ন কুড়িনাল গ্রামের নজরুল ইসলামের পুকুরের দক্ষিণ পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মহি উদ্দিন রসুলাবাদ ইউনিয়নের কালঘরা গ্রামের ইরফান আলীর ছেলে। তবে প্রাথমিক সুরতহালের সময় নিহতের শরীলে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান নবীনগর থানা পুলিশ।
উল্লেখ্য কয়েক বছর আগে মহিউদ্দিনের মানসিক চিকিৎসা করানো হয়েছিল বলে জানান তার পরিবার ও স্থানীয়রা।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সকালে খবর পেয়ে শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের এক পুকুর থেকে মহিউদ্দিন এর লাশ উদ্ধার করা হয়।প্রাথমিক সুরতহালে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও ময়না তদন্তের জন্য জেলা মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।
Posted ৫:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।