
মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলাসদরের গোকর্ণঘাট থেকে স্প্রীডবোর্ডে বাড়ী ফেরার পথিমধ্যে দূর্ঘটনায় নিহত হয় নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মেধাবি ছাত্র আতিকুর রহমান । তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে বারিতে ছুঁটে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ। গতকাল শনিবার (১১ ডিসেম্বর )দুপুরে স্প্রিডবোর্ড দুর্ঘটনায় নিহত আতিকুর রহমানের নিজ বাড়িতে উপস্থিত হয়ে প্রয়াত আতিকের পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। ব্যারিস্টার জাকির আহাম্মদ-এর উপস্থিতিতে নিহত আতিকুর রহমানের পিতা মো:কালন মিয়া আবেগপ্লোত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।এ সময় ব্যারিস্টার জাকির আহাম্মদ আতিকের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নিহত আতিকের কবর জিয়ারত করেন। এর আগে সকালে ব্যারিস্টার জাকির আহাম্মদ শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ধনু মেম্বার, মোর্শেদ আলম,আমিনুল ইসলাম সবুজ,ছাত্রলীগ নেতা আরাফাত হাওলাদার,রেজাউল করিম,কামরুল হাসান প্রমূখ। দুপুরবেলা নরসিংদী পলাশ থানার ওসি ইলিয়াস হোসেন-এর বড়িকান্দি গ্রামের বাড়িতে দলীয় নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ শেষে বিকালে সলিমগঞ্জ অলিওর রহমান জেনারেল হাসপাতালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও বড়িকান্দি ইউনয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান লুৎফর রহমান লাল মিয়া-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যারিস্টার জাকির আহাম্মদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জনাব ওবায়দুল্লাহ,জনাব অলিওর রহমান, বাহা উদ্দিন মেম্বার প্রমূখ।
Posted ১২:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।