মোঃ নিজাম উদ্দিন নবীনগর প্রতিনিধি | রবিবার, ২৫ জুলাই ২০২১ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (ইউকে) অর্থায়নে দায়েমী ফাউন্ডেশনের উদ্যোগে ১৫০০ অসহায় ও করোনা মহামারীতে কর্মহীন পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ দায়েমীয়া দরবার শরীফের প্রাঙ্গণে স্বাস্থবিধি মেনে উপজেলার ইব্রাহিমপুর, কালীপুরা, বাছিদপুর, জাফরপুর, কড়ইবাড়ি, কাঠালিয়া, চুওরিয়া, জগন্নাথপুর, টিয়ারা ও পার্শ্ববর্তী উপজেলার বলিঘর ও কুড়াখাল এলাকার বাছাইকৃত অসহায় ও কর্মহীন মানুষের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, দায়েমী ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ, নবীনগর থানার ওসি আমিনুর রশীদ, দায়েমী ফাউন্ডেশনের সহ- সভাপতি নোমান চৌধুরী, দায়েমী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় ১০টি গরু কুরবানি করে ৩০০টির অধিক দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়। উল্লেখ্য যে, মিনহাজ ও দায়েমী ফাউন্ডেশনের যৌথ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে ও কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরে নিরাপদ পানি ও খাদ্য সামগ্রী বিতরণী কর্মসূচি সারাবছর ব্যাপী চলমান রয়েছে। দায়েমী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ আতায়ে দায়েম মাহমুদ উল্লাহ যেকোন দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ১২:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।