
মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | প্রিন্ট
নবীনগরে ছাত্রলীগের পক্ষ থেকে চিকিৎসকদের মাঝে পিপিই প্রদান
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের স্থানীয় সাংসদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল-এর দিক নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে করোনাক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর চিকিৎসকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষাকারী সামগ্রী ৪০টি পিপিই প্রদান করা হয়েছে। বুধবার (১১আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পিপিই প্রদান কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, ডা. তানভীর সালাম, পৌর কাউন্সিল গনিচাঁন মকসুদ, আওয়ামীলীগনেতা খাইরুল আমিন, ডেন্টিস ইকবাল মৃধা প্রমুখ। নবীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আরিফুল ইসলাম তপু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাহসিন ভূইয়া রুম্মানের সাবির্ক তত্ত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগনেতা মো. হিমেল পিয়াস রনি, সাবাত, শাহীন, ইকরাম, নিয়াজ, নোমান, আলামিন, রাজু, মেহেদী, জুনাইদসহ আরো অনেকে।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।