মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ | প্রিন্ট
করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জুলাই) ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালায়। এ সময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ০৫ টি মামলায় ০৫ জনকে ১৩ হাজার টাকা ও দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ০১ টি মামলায় ০১ জনকে ২শ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ০১টি মামলায় ০১ জনকে ২শ টাকা মোট ০৭ টি মামলায় ০৭ জনকে ১৩ হাজার ৪শ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসাইন এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশাররফ হোসাইন জানান, সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির প্রয়াসে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।