স্টাফ রিপোর্টার | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উদ্যোগে হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা বিতরণ। ১১ ডিসেম্বর শনিবার বিকেলে শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার এবং দারুদ তাসকিয়া মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (চাদর /শাল) বিতরণ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি হাসানুর মেহফুজ ইজাজের সভাপতিত্বে ও সম্পাদক মাহবুব আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যাম শামসুজ্জান খান মাসুম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় আইপি টেলিভিশন সিটিভির সিইও- রবিন সাইফ, শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আনোয়ার হোসেন, মাদ্রাসার সভাপতি এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও বাংলাদেশ পোস্ট পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শফিকুল ইসলাম বাদল। এসময় আরো উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার শিক্ষক মাওলানা ওবায়দুল্লাহ, মাদ্রাসার সুপার, মাওলানা তোকি মাহমুদ, মাওলানা আলমাস, মাওলানা বোরহান উদ্দিন, মোঃ ফারুক খান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী বাবু কাহারুল, গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের সংগঠনের সদস্যরা এবং নাছিরাবাদগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন বাংলার নবকন্ঠ পত্রিকার নবীনগর প্রতিনিধি ও সি টিভির স্টাফ রিপোর্টার মোঃ নিজাম উদ্দিন।
Posted ৭:১২ অপরাহ্ণ | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।