
মোঃ নিজাম উদ্দিন | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিশোরীকে ইভটিজিংয়ের দায়ে মোঃ মাসুম (২৪) নামে এক বখাটে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে স্কুল পড়ুয়া এক কিশোরীকে ইভটিজিং করার সময় উপস্থিত বিদ্যালয়ের শিক্ষকরা তাকে আটক করে। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান ঘটস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এ সময় সহযোগিতা করেন, নবীনগর থানার একদল পুলিশ। দণ্ডপ্রাপ্ত মাসুম বীরগাঁও ইউনিয়ন গৌরনগর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত ঘটনার সাক্ষী ও উপস্থিত ব্যক্তিদের বক্তব্যে সত্য প্রমাণিত হয়। এছাড়াও ছেলেটির মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
দোষী দোষ স্বীকার করে এবং এরকম আর করবে না মর্মে ক্ষমা চায়। এমতাবস্থায়, সার্বিক পর্যালোচনা করে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা মতে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন গৌরনগর গ্রামের রফিকুল ইসলামের পুত্র মোঃ মাসুমকে (২৪) দোষী সাব্যস্ত করে, দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার কৃত অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়
Posted ৮:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | admim
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।