মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ভিটিবিষাড়া গ্রামের বাংলাবাজার সংলগ্ন মরহুম হোসেন মিয়ার ছেলে আশিক মিযার গতকাল রাত ৩:২০ মিনিটে আগুন লেগে দুটি ঘর ও আসবাবপত্রসহ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি প্রায় ১৫ লক্ষ টাকার। আগুনের সূত্রপাত সমন্ধে কেউ বলতে পারছে না। আগুনের লেলিহান শিখা যখন ঘরে উপরে তখন টের পায় ঘুমন্তরা। তাদের আর্তচিৎকারে চারপাশের মানুষ জড়ো হয়ে আগুনের মধ্য থেকে তাদের কে কোন রকমে উদ্ধার করে। পরে মাইকে ঘোষণা করে লোকজন জড়ো করে সবাই মিলে আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা। ততক্ষণে ঘরের ভিতরে থাকা সবকিছুই শেষ। গায়ের কাপড় ছাড়া বাকী সবকিছুই চোখের সামনে পুড়ে ছারখার। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন, তাদেরকে ব্যক্তিগতভাবে সহযোগীতা করেন এবং সমাজের বিত্তবানদের আহ্বান করেন সহযোগীতার হাত বাড়িয়ে দিতে তিনি আশ্বস্ত করেন উপজেলার প্রশাসন থেকে সহযোগীতা করার।
Posted ৭:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।