মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল বুধবার (২৩ অক্টোবর) এক মর্মান্তিক নৌকাডুবি ঘটনা ঘটে মোহাম্মদ রিয়াদ (৩০), পিতা-দুলাল মিয়া, গ্রাম -কাইতলা, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, বসবাস করতেন গোয়াবাড়ি, থানা-কোতয়ালী, জেলা-সিলেট তার স্ত্রী লিজা আক্তার (২৫) ও মেয়ে মারিয়া আক্তার (৮) সহ আরো আত্মীয় স্বজন নিয়ে সিলেট থেকে তার খালা শাশুড়ীর বাড়িতে বিদ্যাকুট ইউপিস্থ মোল্লায় সোনাপাড়ায় বেড়াতে এসে তার পরিবারের লোকজন নিয়ে তিতাস নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। বেলা অনুমান ১৩.০০ ঘটিকায় বিদ্যাকুট ইউপিস্থ ভৈরবনগর কুরের পাড় নামক স্থানে তিতাস নদীতে তাদের নৌকাটি ঢেউ এর পানি নৌকায় উঠে নৌকাটি ডুবে যায়। এতে রিয়াদ (৩০),, তার স্ত্রী লিজা আক্তার (২৫) ও মেয়ে মারিয়া আক্তার (৮) পানিতে ডুবে যায়। নৌকায় ৮/৯ জন লোক ছিল। রিয়াদ ও লিজা আক্তারের লাশ পাওয়া গিয়েছে কিন্তু মারিয়ার এখনো খোজ পাওয়া যায় নাই। অন্যান্যরা সাতার কেটে তীরে উঠে যায়। নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ থানার সঙ্গীয় ফোর্স ও ফায়ার সার্ভিসে ডুবুরি দল যৌথভাবে শিশু মারিয়াকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। উল্লেখ্য যে উক্ত পরিবারটি সিলেটে দীর্ঘদিন যাবত বসবাস করতেন।
Posted ২:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।