
নবকণ্ঠ ডেস্ক | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগর গ্রামের টকবকে যুবক শরিফ উদ্দিন জন্মগ্রহণ করেন ১৯৫৮ সালের ৩ মার্চ। ছাত্রজীবন থেকেই তিনি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে। ১৯৮০ সালে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে একজন সাহসী ছাত্রনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
সৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অতুলনীয়। ১৯৮৭ সালে এরশাদবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন, যা ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক নিপীড়ন ও মামলার মুখে দেশ ছাড়তে বাধ্য হন। আশ্রয় নেন ইউরোপের নেদারল্যান্ডসে। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেদারল্যান্ড বিএনপির সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন।
শেখ হাসিনার ইউরোপ সফরকালে বিএনপির নেতৃত্বে তারেক রহমানের নির্দেশনায় তিনি সংগঠিত করেন ব্যাপক প্রতিবাদ কর্মসূচি। লন্ডনে হাসিনার বিরুদ্ধে ডিম নিক্ষেপ ও হোটেল ঘেরাওয়ের মতো সাহসী কর্মসূচির নেতৃত্বে তিনি ছিলেন অগ্রগামী।
বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ২১টি ইউনিয়নের প্রতিটি অঞ্চলে মানুষের পাশে থেকে সেবা ও রাজনৈতিক সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন। সাধ্যের মধ্যে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। একজন পরীক্ষিত রাজনীতিবিদ হিসেবে তার প্রজ্ঞা ও ত্যাগের কথা স্থানীয়দের মুখে মুখে।
শরিফ উদ্দিন এখন শুধু একটি নাম নয়—তিনি হয়ে উঠেছেন নবীনগরের একজন সংগ্রামী রাজনীতিবিদের প্রতিচ্ছবি।
Posted ২:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।