মিজানুর রহমান,শরীয়তপুর প্রতিনিধি | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 54 বার
সাবেক প্রতিমন্ত্রী ও জেলা বি এনপির সাবেক সভাপতি মরহুম টি এম গিয়াস উদ্দিন ও তার স্ত্রী মরহুম বেগম ফিরোজা আহমেদ এর স্মরনে শীতার্তদের মাঝে বাংলাদেশ ক্যানন্সার এইড ট্রাষ্ট ও তার মেয়ে ফাহিমা আহমেদ কান্তার উদ্যোগে অসহায়, ভাসমান হত-দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার নড়িয়া উপজেলার ফাতেমা ভবন ও নড়িয়া উপজেলার পন্ডিসার টি এম গিয়াস উদ্দিন মহাবিদ্যালয়ে ৫ শত কম্বাল ও ১ শত সুয়েটার হত-দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্যানন্সার এইড ট্রাষ্ট সিও নাজমূজ আহম্মেদ, ফাহিমা আহম্মেদ কান্তা, পন্ডিসার টি এম গিয়াস উদ্দিন মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষক মো: মাসুদুর রহমান, মো: মোকাম্মেল হোসেন, মমিনুল হক স্বপন মাঝি, ইতালী প্রবাসী খোকন আহম্মেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel