মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতিনিধি : | মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ | প্রিন্ট
ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমার মোড় এলাকায় সোমবার সকালে পিক-আপ এর সাথে থ্রী-হুইলার মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক সহ দুইজন মারা যায়, নিহত দুই যুবকের বাড়ি সালথা উপজেলায়। চালক ফরিদপুর জেলার সালথা উপজেলার শৈলডুবি গ্রামের বিল্লাল ব্যাপারীর ছেলে আবুল বাশার ব্যাপারী (৩৫) ও যাত্রী সালথা উপজেলার পুরুরা গ্রামের সাদেক শেখের পুত্র কামরুল শেখ (৩৩) ঘটনাস্থলে মারা যান। এ দুর্ঘটনায় আরো ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
ভাঙ্গা হাই-ওয়ে থানার ওসি মোহাম্মাদ ওমর ফারুক জানায়, একটি থ্রি-হুইলার মাহিন্দ্র ফরিদপুর থেকে যাত্রী নিয়ে ভাঙ্গা যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে থ্রী- হুইলারের চালকসহ দুই জন নিহত হয় এবং ৫ যাত্রী আহত হয়।
Posted ৩:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।