শেরপুর প্রতিনিধি: | রবিবার, ১৪ নভেম্বর ২০২১ | প্রিন্ট
খন্দকার জসিম উদ্দিন শেরপুর নকলা উপজেলায় রুবেল এগ্রো ফার্ম পরিদর্শন করেছেন মহা পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তরের গ্রেড ১, আজহারুল ইসলাম খান। শনিবার ১৩ নভেম্বর উপজেলার গনপদ্দি এলাকায় রুবেল এগ্রো ফার্ম পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুর অঞ্চলের উপ পরিচালক মো: জুবায়ের আলি, শেরপুর যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর সালাউদ্দিন আহাম্মেদ, যুব প্রশিক্ষন কেন্দ্রের শেরপুর মৎস্য বিভাগের প্রশিক্ষক ছায়েদুর রহমান, নকলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মকবুল হোসেন,নকলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাহফুজুল আহসান বাবু, মো: সামছুদ্দোহা ও আ: মজিদ,নারিশ পোল্ট্রি এন্ড হেচারী লি: সেলস্ অফিসার মো: রাকিবুর রহমার, গনপদ্দি উৎসব এগ্রো লিমিটেড মৎস উদ্যোক্তা মো: রাসেদুল হাসান চৌধুরী, উপজেলার সালখা গ্রামের মৎস উদ্যোক্তা লেলিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তের মহাপরিচালক আজহারুল ইসলাম খান বলেন, নূরে আলম সিদ্দিক রুবেল। হার না মানা এক সংগ্রামী যুবক! জীবন সংগ্রামে জয়ী হওয়ার অনন্য উদাহরণ। সমাজে নিজে আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। হয়ে উঠেছেন অনুসরণীয় এক সফল উদ্যোক্তা। সফল উদ্যোক্তা নুরে আলম সিদ্দিক রুবেল বলেন, খামার গড়তে স্থানীয় তরুণদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছি। নতুন উদ্যোক্তোদের উদ্দেশ্য করে বলেন ‘বড় কিছু করব এই চিন্তা নিয়ে বসে থাকলে হবে না। কম পুঁজি দিয়ে ছোট পরিসরে হলেও শুরু করতে হবে।
Posted ১২:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৪ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।