শনিবার ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নকলায় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খন্দকার জসিম উদ্দিন, নকলা (শেরপুর) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১   |   প্রিন্ট

নকলায় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নকলায় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সার্বজনীন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা আগামী ১১ ই অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হবে।দূর্গা পুজাকে ঘিরে নকলায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বইছে উৎসবের আমেজ।এই উৎসবের আমেজ কোন অপ্রীতিকর ঘটনা না ঘাটে তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।উক্ত সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহি অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুলিশ প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় স্বেচ্ছাসেবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীপেশার লোকজনের সাথে নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হয়।আলোচনা সভার প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারই ফল স্বরূপ এদেশে সংখ্যালঘু সম্প্রদায় তাদের উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা পায়।প্রধান বক্তা নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ তার বক্তব্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে এই বাংলাদেশ। সেই লক্ষ্যে কাজ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।নকলা থানা অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, দূর্গা পূজাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যেন ঘটতে না পারে তার জন্য পুলিশ তৎপর থাকবে। ১৯ টি পূজা মন্ডপের কমিটির কাছে নকলা থানা পুলিশের মোবাইল নাম্বার দেওয়া আছে।প্রতিটি পূজা মন্ডপে পুলিশ পাহাড়ায় ব্যবস্থা থাকবে। জরুরি প্রয়োজনে ৯৯৯ ফোন দেওয়ার পরামর্শ দেন।আলোচনা সভায় আরো মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী জানান, দূর্গা পূজাকে ঘিরে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া যাবে না, পারভেজ, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দেবজিত পোদ্দার ঝুমুর , সাধারণ সম্পাদক অভিজিত কুমার বণিক, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র সূত্রধর,সুরঞ্জিত কুমার বণিক, পাঠাকাটা চৌরাস্তা পুজা উদযাপন কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার ।

Facebook Comments Box

Posted ৭:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রূপা
(1487 বার পঠিত)
ছোটগল্প (দেনা)
(1037 বার পঠিত)
দূর দেশ
(857 বার পঠিত)
কচু শাক চুরি
(821 বার পঠিত)
কৃষ্ণ কলি
(783 বার পঠিত)

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins