নকলা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
হিম হিম শীত ও তীব্র কুয়াশার কারনে নাকাল শেরপুরের নকলা উপজেলার নিম্ন আয়ের মানুষ। শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের সামান্য উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো কালের কন্ঠ শুভসংঘ। ১৮ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে উপজেলার নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কালের কন্ঠ শুভ সংঘ শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরন করেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ , সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, কালের কন্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আলামিন, কালের কণ্ঠের শেরপুর জেলা প্রতিনিধি হাকিম বাবুল, নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, শেরপুর জেলা কালের কন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। এসময় কালের কণ্ঠের নকলা উপজেলা প্রতিনিধি ও নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, কোষাধ্যক্ষ আল আমিন, ছাত্রলীগ কর্মী আবু হামযা কনক, নকলা প্রেস ক্লাবের সদস্য রাইসুল ইসলাম রিফাত ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কম্বল নিতে আসা এক শীতার্ত বলেন, কম্বলডা গায়ে দিয়া আরামে ঘুমাবার পামু। যারা কম্বল দিলো আল্লাহ তাগো ভালো করুক।
Posted ১০:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।