নকলা শেরপুর প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 65 বার
শেরপর নকলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহসপতিবার ১৫ ডিসেম্বর দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি এনএটিপি ২ প্রকল্প এর আওতায় উপজেলার ২ টি সিআইজি সমিতির কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কুর্শা সিআইজি কৃষি সমবায় সমিতি ও পাইসকা সিআইজি কৃষি সমবায় সমিতির সদস্যদের মাঝে পাওয়ার টিলার ও পাওয়ার থ্রেসার যন্ত্র বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, গোলাম হাফিজ সুহেল, রসিদ সরকার, রফিকুল ইসলাম সোহেল,নকলা পঃপঃ কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel