ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 62 বার
আগামী ২৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমন উপলক্ষে পবা উপজেলার নওহাটা পৌর আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে নওহাটা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ ।
সভায় নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পিনু মোল্লা, পবা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, রাজশাহী জেলা যুবলীগের সম্পাদক কাজী মোজাম্মেল হক, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তৌফিক হাসান, নওহাটা পৌর মহিলা যুবলীগের সভাপতি আলেয়া বেগম, নওহাটা পৌর যুবলীগের আহব্বায়ক শেখ ফরিদ, যুগ্ন আহব্বায়ক মাজদার রহমান, যুগ্ন আহব্বায়ক নতুন আলী, নওহাটা পৌর যুবলীগ নেতা নাজমুল ইসলাম বারীক, নওহাটা পৌরসভার ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ছাড়াও আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী।
আলোচনা সভা শেষে নওহাটা মহিলা কলেজ মাঠ থেকে একটি প্রচার মিছিল বের হয়ে নওহাটা পবা থানা মোড় প্রদক্ষিণ করে পূর্ণরায় মহিলা কলেজে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ৮:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel