পবা প্রতিনিধিঃ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
রাজশাহীর পবায় নওহাটা পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ। উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২-০ গোলের ব্যবধানে ৩নং ওয়ার্ড চ্যাম্পিয়ন ও ৯নং ওয়ার্ড রানার্সআপ হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার ১নং প্যানেল মেয়র আজিজুল হক, ২নং প্যানেল মেয়র দিদার হোসেন ভূলু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ পারভেজ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলর রেশভানু বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের রাশেদা বেগম, নওহাটা পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক মো আব্দুল মান্নান। উল্লেখ্য, টুর্নামেন্টে নওহাটা পৌরসভার ৯টি ওয়ার্ডের ও ১টি পৌরসভাসহ মোট ১০টি দল অংশ গ্ৰহণ করে।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।