ইউসুফ আলী চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | প্রিন্ট
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ১নং নওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত সংরক্ষিত ইউপি সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কোহিনুর বেগম। নির্বাচনকে ঘিরে তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিনরাত গনসংযোগ ও ভোটারের সাথে মতবিনিময় করছেন। এসময় তিনি বলেন, ইউনিয়নবাসীর সহযোগিতায় আধুনিক ও পরিছন্ন ইউনিয়ন গড়তে এলাকার বিভিন্ন উন্নয়নমুলক কাজ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনসহ সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চায়।
ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে নিজেকে সেবক হিসাবে নিয়োজিত রাখতে এবং সব সময় মানুষের পাশে থেকে কাজ করতে চান। তিনি নওপাড়াকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে আগামী নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এদিকে তিনবারের নির্বাচিত সংরক্ষিত ইউপি সদস্য কোহিনুর বেগমের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে ইউনিয়নবাসী মুগ্ধ তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে দেখতে চান। চেয়ারম্যান হিসাবে দলীয় মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে জয় করবে। এলাকাবাসীর দাবী কোহিনুর বেগমকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য নীতিনির্ধারকের সূদৃষ্টি কামনা করেন।
Posted ৭:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।