রাণীনগর ( নওগাঁ ) প্রতিনিধি: | শনিবার, ১৮ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 39 বার
নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আবু বকর সিদ্দিক বাচ্চুকে সভাপতি ও মুক্তাদী খন্দকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী দুলালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক হাসানূর আল মামুন। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ৭:৪৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel