সাহেব আলী নওগাঁ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
নওগাঁর মহাদেবপুরে বেসরকারী সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর আঞ্চলিক ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নওহাটা মোড় (বাগধানা)এলাকায় বেসরকারী সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর নিজস্ব অর্থায়নে এ আঞ্চলিক ভবন উদ্বোধন করা হয়।
এসময় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উপ-পরিচালক মনসুর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার সভাপতি জনাব এ.এস.এ মূইজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম। পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সহ-সভাপতি অধ্যাপক হোসনে আরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া,সরোয়ার হোসেন,হারুন-অর রশীদ,মোল্লা আজাদুল হক,খালেদুর রহমান,আয়ুব আলী এবং কামাল হোসেন প্রমূখ। সভায় নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম সহ ঋণ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সাহেব আলী
Posted ৪:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।