সাহেব আলী, নওগাঁ প্রতিনিধি : | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় পালিত হল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ বছর দিবসটি পালন করা হয়েছে । রবিবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সকাল ১০ টায় বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন চেয়ারম্যান আবু শামীম আজাদ (সিনিয়র জেলা ও দায়রা জজ )জেলা লিগ্যাল এইড কমিটি নওগাঁ।
উদ্বোধন এর পর তার নেতৃত্বে নওগাঁ জজ কোট এলাকা থেকে এক বিশাল র্যালি নিয়ে সদর উপজেলা চত্তর প্রদক্ষিণ শেষে জজ কোট প্রাঙ্গনে এসে শেষ হয়।তবে এবারের র্যালিতে ঘোড়ারগাড়ি স্থান পায়। র্যালী শেষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।পরে জজ কোর্ট প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লিগ্যাল এইড এর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ বলেন ২০২৩ সালে ২৫০০ জনকে সরকারী খরচে আইনি সেবা প্রদান করা হয়েছে।
গরীবের পাশাপাশি অসহায় ব্যক্তিদের ও সেবা দেয়া হচ্ছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল বলেন সরকারী খরচে আইনি সেবা প্রদান করছেন লিগ্যালএইড,এই কথাটি সবার কাছে পৌছেঁ দিতে হবে। আমরা মনে করি আইনের চোখে সবাই সমান। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক জেলা ও দায়রাজজ মেহেদি হাসান তালুকদার বলেন উকিলদের লিগ্যাল এইড সম্পর্কে আরো মনোযোগী হতে হবে
এ সময় আরও বক্তব্য রাখেন বিচারক ফেরদৌস ওয়াহিদ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত, পুলিশ সুপার গাজিউর রহমান ,অতিরিক্ত জেলা প্রশাসক আ:করিম (শিক্ষা),সিভিল সার্জনসহ অন্যান্যরা। এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন প্রায় ১০০০ জন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।