মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার | রবিবার, ২৮ নভেম্বর ২০২১ | প্রিন্ট
গনপরিবহনে শিক্ষার্থী হয়রানি বন্ধ ও হাফ ভাড়ার দাবিতে মানববন্ধন করেছে ধামরাইয়ের সাধারন শিক্ষার্থীরা। রবিবার (২৮ নবেম্বর) সকাল ১১ টার দিকে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিকের কালামপুর বাজার ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধন করে। এ সময় শিক্ষার্থীরা পাচঁ দফা দাবি জানান,তাদের দাবি গুলা হলো-(ক)ছাত্রদের জন্য হাফ ভাড়া নিশ্চিত ও প্রজ্ঞাপন জারি করতে হবে,(খ) বাসে শিক্ষার্থী হয়রানি বন্ধ করতে হবে,(গ)মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা বসার আসনের ব্যাবস্থা করতে হবে,(ঘ)সিটি কর্পোরেশনের গাড়ির নাইম নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে,(ঙ)বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দাতাদের সঠিক বিচার নিশ্চিত করতে হবে। ধামরাই সরকারি কলেজের ছাত্র গোলাম রাব্বি হোসেন সবুজ শিক্ষার্থীদের পক্ষে এ দাবিগুলা তুলে ধরে বলেন,হাফ ভাড়া ভিক্ষা নয়,এটা আমাদের ন্যায্য অধিকার। শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না, আমরা এর শান্তিপূর্ণ সমাধান চাই। এ সময় শিক্ষার্থীরা গাড়ির চালকদের হাফ ভাড়া নিতে বলেন আর শিক্ষার্থীদের হাফ ভাড়া দিতে বলেন,আর প্রত্যেকটা যাত্রীবাহী গাড়িতে শিক্ষার্থীরা মার্কার দিয়ে হাফ ভাড়া চাই লিখে দেয়।
Posted ২:২১ অপরাহ্ণ | রবিবার, ২৮ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।