মোঃ ফারুক হোসেন, ধামরাই প্রতিনিধি | বুধবার, ১২ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
ঢাকার ধামরাইয়ে স্বামীর সাথে অভিমান করে প্রিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ নিজ ঘরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহতর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। বুধবার (১২ জানুয়ারি) উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের এঘটনা ঘটে। নিহত প্রিয়া আক্তার উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতে স্বামী সোহেল, স্ত্রী প্রিয়া আক্তারকে রেখে কোথায় যেন গিয়েছিল। পরে রাত তিনটার সময় ঘরে আসলে এই নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর স্ত্রী প্রিয়া কাউকে না জানিয়ে বাড়ির আরেকটা ঘরে গিয়ে আড়ার সাথে ওড়না পেছিয়ে আত্নহত্যা করে। পরে স্বামীর ঘুম ভেঙে গেলে স্ত্রী প্রিয়া আক্তারকে খুঁজে না পেয়ে আরেকটি ঘরে গিয়ে দেখে আড়ার সাথে ঝুলছে। তখন স্বামীর ডাক চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন এসে ধামরাই থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বরিউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে। পরিবারের সাথে কথা বলে পর্বতীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
Posted ৬:৪২ অপরাহ্ণ | বুধবার, ১২ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।