মোঃ ফারুক হোসেন, ধামরাই প্রতিনিধি | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
ঢাকার ধামরাইয়ে তুলা তৈরির কারখানায় রহস্যজনক অগ্নিকান্ডে আহত ১০শ্রমিকের মধ্যে এক নারী শ্রমিক হাসপাতালে মারা গেছেন। কারখানার মালিক হতাহত শ্রমিকদের সু-চিকিৎসার কোন ব্যবস্থা না করে আত্মগোপন করেছে বলে নিশ্চিত হয়েছেন ভুক্তভোগী শ্রমিকরা। সোমবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে দগ্ধ ওই নারী শ্রমিকের মৃত্যু হয়। উপজেলার সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিষাশী এলাকায় মো. উসমান গনি তুলার কারখানায় এ অগ্নিকান্ড সংঘটিত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা রাতভর বিরতিহীনভাবে অগ্নিনির্বাপণ কাজ চালিয়ে মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনেন। কারখানাটির ক্ষয়ক্ষতির কোন পরিমাণ জানাতে পারেননি কারখানা কর্তৃপক্ষ। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ণয়ে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে কাজ করছেন।। ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আতিকুর রহমান আতিক বলেন, অগ্নিকান্ডের ঘটনায় নিহত নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
Posted ১২:১৩ অপরাহ্ণ | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।