মোঃ ফারুক হোসেন, ধামরাই প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ | প্রিন্ট
ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার”প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার (০২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার পুণরায় উপজেলা চত্বরে এসে শেষ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে জাতীয় ভোটার দিবসের এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু, উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন জনপ্রতিনিধিগন,উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবুন্দ।
Posted ১:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।