মোঃ ফারুক হোসেন, ধামরাই প্রতিনিধি | শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 77 বার
ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের প্রায় ২০০০ হাজার রোগীদের মাঝে আমেনা-নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি ) উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া জামিয়া মঈনুল ইসলাম দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানা’র মাঠ প্রাঙ্গনে রোগীদের এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদানে সাত জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা ডায়বেটিকস পরীক্ষা,রক্তচাপ,রক্তচাপ নির্ণয় ছাড়া বিভিন্ন রোগীদের চিকিৎসা ও পরার্মশ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমেনা-নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল-জামান,গাংগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা,ইউপি সদস্য আব্দুল হালিম,ইউপি সদস্য রুমা জিয়াছমিন,যুবলীগ নেতা মোঃ আলমগীর কবির,মোঃ কামরুল হাসান,কুশুরা ইউনিয়ন যুবলীগের ১নং আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ,নবযুগ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০:০২ অপরাহ্ণ | শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel