• শিরোনাম

    ধামরাইয়ে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার

    মোঃ ফারুক হোসেন, ধামরাই প্রতিনিধি | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 118 বার

    ধামরাইয়ে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার

    apps

    ঢাকার ধামরাইয়ে শিকলে বাঁধা অজ্ঞাত এক মহিলার(৫২) লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

    আজ বৃস্পতিবার(২২ডিসেম্বের) দুপুরে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকা ঢাকা- আরিচা মহাসড়কের উত্তর পাশে এএনসি কারখানার সামনে থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়, কেলিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে এ এন সি কারখানার সামনে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী।
    পরে তারা ধামরাই থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশের কোন নাম পরিচয় জানা যায়নি। লাশের গায়ে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

    এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, মহিলাকে দেখতে পাগলের মত মনে হয়েছে। তবে মনে হয় রাতে কোন গাড়ী ধাক্কা দিয়ে ফেলে রেখে গেছে। এলাকাবাসী খবর দিলে ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পড়নে একটি মেকছি ও সোয়েটার ছিল। লাশটি ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।এব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

    বাংলাদেশ সময়: ৯:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ