শনিবার ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

দ্বিতীয় ধাপে শেরপুরের চৌদ্দটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত যারা

এনামুল হক,শেরপুরঃ   |   শনিবার, ১৩ নভেম্বর ২০২১   |   প্রিন্ট

দ্বিতীয় ধাপে শেরপুরের চৌদ্দটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত যারা

১১ নভেম্বর-২০২১ইং বৃহস্পতিবার ২য় দফায় অনুষ্ঠিত শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।যার মধ্যে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সারা দিন কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া উৎসব মূখর পরিবেশে ভোট শেষে বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান।ঘোষিত প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে ৫জন এবং স্বতন্ত্র প্রার্থী ৫জন বেসরকারিভাবে নির্বাচিত হন। এছাড়া কামারিয়া ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল গোলযোগের কারণে স্থগিত থাকায় সেটির চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন লছমনপুর ইউনিয়নে আব্দুল হাই,রৌহা ইউনিয়নে সাইফুজ্জামান সোহেল,বলাইয়েরচর ইউনিয়নে মনিরুল আলম মনি,ভাতশালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাজমুন নাহার ও চরপক্ষীমারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো.আকবর আলী। অপরদিকে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন চরশেরপুর ইউনিয়নে সেলিম রেজা (মোটরসাইকেল),বাজিতখিলা ইউনিয়নে বিএনপি নেতা আব্দুল্লাহ আল হাসান খুররম (আনারস),ধলা ইউনিয়নে বিএনপি নেতা জাকির হোসেন (আনারস),চরমোচারিয়া ইউনিয়নে যুবলীগ নেতা এস এম সাব্বির আহমেদ খোকন (আনারস) ও বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নে মো.মোশারফ হোসেন দুলাল (আনারস)। এদিকে কামারিয়া ইউনিয়নের খুনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করায় ফলাফল ঘোষণা করা হয়নি। এ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সারোয়ার জাহান ১০ হাজার ৬৪৯ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকীর চেয়ে ৩২৬৭ ভোটে এগিয়ে রয়েছেন। তবে স্থগিত কেন্দ্রের ভোট ৩৬৭০ হওয়ায় পুন:নির্বাচনের মাধ্যমেই ফলাফল নির্ধারণ করা হবে। এছাড়াও শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পাকুড়িয়া ইউনিয়নে আলহাজ্ব হায়দার আলী ও গাজীরখামার ইউনিয়নে আওলাদুল ইসলাম আওলাদ বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হন।

Facebook Comments Box

Posted ১২:১৩ অপরাহ্ণ | শনিবার, ১৩ নভেম্বর ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins