মঙ্গলবার ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ড. মঈন খান

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট

দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, দেশের ১৮ কোটি মানুষকে আপনারা সেবা দিয়ে থাকেন। রাজধানী থেকে শুরু করে অজপাড়াগাঁ পর্যন্ত আপনাদের সেবার পরিধি, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমেই মানুষ পেয়ে থাকে। সে কারণেই একটি দেশ পরিচালনায় আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আপনারা দেশের জনগণের কথা মাথায় রেখে হয়রানিমুক্ত সেবা প্রদান করবেন। দেশের মানুষও আপনাদের সেবা করবে এবং আপনাদের মাথায় তুলে রাখবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বনভোজন এবং পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, আল্লাহর রহমতে জনগণের ভোটের মাধ্যমে আমরা যদি নির্বাচিত হই তবে অবশ্যই আপনাদের পুরস্কৃত করব। আপনাদের দেশের মানুষ ও সংবিধান অত্যন্ত গুরুদায়িত্ব দিয়েছে। ভবিষ্যতে আপনারা সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। যে ঝুলুম, অত্যাচার, নির্যাতন আপনাদের ও আমাদের ওপর হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দেশের মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের যে সংবিধান, সে সংবিধানে রাষ্ট্রের তিনটি স্তম্ভের কথা বলা হয়েছে। চেয়ারের চারটি পা থাকে, কিন্তু রাষ্ট্রের যে ভিত্তি সেটা হচ্ছে তিনটি। একটি হলো জাতীয় সংসদ, দ্বিতীয়টি সুপ্রিম কোর্ট এবং তৃতীয়টি হচ্ছে সচিবালয়। সচিবালয় হলো এক্সিকিউটিভ ব্রাঞ্চ। আর এটিই হচ্ছে রাষ্ট্র পরিচালনার অবিচ্ছেদ্য অঙ্গ। আপনারা সে হিসেবে রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা রয়েছেন, তাদের পরিবারের অনেকে এক কঠিন সময় পার করে এসেছেন। দীর্ঘ ১৬ বছর আপনারা কীভাবে দিন কাটিয়েছেন আমার চেয়ে বেশি কেউ জানে না। সে সময়ও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমি ধৈর্য ধরতে বলেছিলাম। আপনারা ধৈর্য ধরেছেন, এ জন্যই আজকে একটি সুদিনের স্বপ্ন আপনারা দেখতে পারছেন।

সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, কোনো অন্যায় চিরকাল টিকে থাকতে পারে না। অন্যায় ও স্বৈরশাসক বাংলাদেশ থেকে দূর হয়েছে। এ দেশে হয়তো রাজনীতিকরা সরকার ও মন্ত্রিসভা গঠন করবে, সে সময়ে আমি আপনাদের কথা মনে রাখব।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা। সংগঠনের মহাসচিব মো. মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নরসিংদী বাস ট্রাক মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার মৃধা, বিএনপি নেতা বাবুল সরকার, আব্দুর রশিদ, ভিপি মনির ও শাহানশাহ শানু প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1037 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins