আলী হোসেন রুবেল, স্টাফ রিপোর্টার ভোলা: | সোমবার, ২২ মে ২০২৩ | পড়া হয়েছে 46 বার
প্রধানমন্ত্রীর জাপান সফরে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে সফর সঙ্গী ছিলেন ভোলা ৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা, বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সিআইপি)। জাপান সফর শেষে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। গতকাল তার বনানীস্থ নিজ রাজনৈতিক কার্যালয়ে লালমোহন-তজুমদ্দিনের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বলেন, অনেক অপশক্তি আমাদের সাথে মিশে গেছে। এসব অপশক্তি থেকে সাবধানে থাকতে হবে। আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় আসার কারণেই দেশে সমানতালে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের অগ্রগতির জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
এছাড়া থাইল্যান্ডে চিকিৎসাকালীন সময়ে লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ইঞ্জিনিয়ার আবু নোমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেন। এজন্য দলীয় নেতাকর্মী, আলেম-উলামাসহ লালমোহন-তজুমদ্দিনের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার।
বাংলাদেশ সময়: ৮:২৩ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel