
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেছেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকলে দেশ ভালো থাকতে পারে না।
তিনি বলেন, সরকার একটি সুন্দর নির্বাচন দিবে এবং জনগণ তাদের মতপ্রকাশের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবে এটিই আমাদের সবার প্রত্যাশা। নির্বাচনের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে কে থাকবে না। এটাই আমাদের সবার চাওয়া।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নরসিংদীর রায়পুরায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জিয়া মঞ্চ রায়পুরা উপজেলা ও পৌর শাখা। এরপর তিনি রায়পুরা উপজেলায় আরেকটি অনুষ্ঠানে অংশ নেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রকৌশলী বকুল বলেন, একটা বিষয়ে সবাই সতর্কভাবে খেয়াল রাখবেন আগামী দিনে যাতে কোনো মুনাফেক জন্ম না নেয়। কোনো মুনাফেক যাতে রাতের আঁধারে ধানের শিষের বিরুদ্ধে কাজ না করে। কেননা একটা কথা সবাইকে মনে রাখতে হবে যে, ধানের শিষ শুধু বিএনপির, জিয়াউর রহমানের, খালেদা জিয়ার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নয়। ধানের শিষ এ দেশের সকল মানুষের। সুতরাং ধানের শিষের বিরুদ্ধে কেউ যাতে পরিবেশ সৃষ্টি করতে না পারে এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণ ভোটে দিয়ে বিএনপিকে যাতে আগামীতে ক্ষমতায় আনতে পারে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও উন্নত বাংলাদেশ গড়তে পারি সেজন্য সবাইকে কাজ ও দোয়া করতে হবে।
Posted ৬:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।