
নবকণ্ঠ ডেস্ক | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌরসভার বড় আলমপুর গ্রামের জিন্নাত আলী হাজী বাড়ির সেনা সদস্য মোঃ মনিরুল ইসলাম (৪০) ও তার ছোট ভাই আবু হানিফ (৩০) কর্তৃক অন্যের জমি দখল, চাঁদাবাজি, মৃত্যুর হুমকি, প্রশাসনের মাধ্যমে হুমকি, নামে বেনামে অভিযোগ দিয়ে এলাকাসী তথা গ্রামবাসীকে হেনস্থাসহ অমানবিক নির্যাতন করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তারা বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক অন্যায় অত্যাচার করেছে। তখন আওয়ামীলীগের বিভিন্ন পদেও ছিল পরিবারের সদস্যরা।
এছাড়া গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে একটি মিথ্যা অপবাদে মোঃ আব্দুল আলীম (৫৫) এবং মোঃ কামাল হোসেন (৩৫) কে আনুমানিক রাত ১১টায় হতে রাত ৩টা পর্যন্ত সেনাবাহিনীর মাধ্যমে ধরে এনে মাঠে দীর্ঘক্ষণ পিটানো/নির্যাতন করা হয়। কামাল হোসেনের প্রতিবন্ধী মেয়েও নির্যাতন হতে পার পায়নি। তৎক্ষনাৎ ভুক্তভোগীরা প্রায় জ্ঞান হারিয়ে ফেলে এবং পরবর্তীতে দেবিদ্বার সরকারী হাসপাতালে চিকিৎসা করানো হয়। এতে এলাকাবাসী ক্ষব্ধ প্রকাশ করে অদ্য মানববন্ধন শেষে দেবিদ্বার থানায় সাধারণ ডায়েরী দাখিল করে।
এছাড়া কুমিল্লা সেনা নিবাসের জিওসি-এর নিকট আবেদন প্রেরণ করবেন বলে জানা যায়। এ বিষয়ে প্রশাসন থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় আনার জন্য বক্তব্য প্রদান করেন। মানবন্ধনে এলাকার সাধারণ জনগণ ছাড়াও গন্যমান্য ব্যক্তিগণ বক্তব্য প্রদান করেন। মানববন্ধনে সঞ্চলনা করেন মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
বিঃদ্রঃ উক্ত সংবাদটি মানববন্ধনের আয়োজন যারা করেছেন তাদের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে তুলে ধরা হয়েছে। দৈনিক বাংলার নবকণ্ঠ বার্তা বিভাগের কোন সম্পৃক্ততা নেই।
Posted ৮:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।